• Saturday, December 21, 2024

নওগাঁয় চুরি যাওয়া স্বর্নালংকার উদ্ধার না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Nov 07, 2018

Share With

নওগাঁয় রুমী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার বা চুরি যাওয়া স্বর্নালংকার উদ্ধার না করার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নওগাঁ জেলা শাখা বুধবার এক সংবাদ সম্মেলন করেছে। শহরের স্বর্নপট্টিতে সমিতির কার্যালয়ে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মামুননুর রশীদ মামুন।

লিখিত বক্তব্যে বলেন, গত শুক্রবার বিকেলে একটি ইলেকট্রনিক্স্রের দোকানের ভিতরের দেয়াল ভেঙ্গে চোর রুমী জুয়েলার্সের দোকানে প্রবেশ করে ২ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার ৫৯২ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্বর্ন ব্যবসায়ীরা ভীষণভাবে আতঙ্কের মধ্য দিয়ে ব্যবসা করে আসছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ মালামাল উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই আগামী ১০ দিনের মধ্যে চুরি যাওয়া স্বর্নালংকার পুলিশ উদ্ধার করতে অক্ষম হলে বাজুস জেলা শাখা কঠোর কর্মসুচী গ্রহণ করবে বলে জানান তারা। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দরা এবং জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।