• Saturday, December 21, 2024

নওগাঁয় ট্রাক চাপায় ৩ বাইক আরোহী নিহত

  • Oct 09, 2018

Share With

আলোকিত ডেস্ক : নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে পুঁইয়া নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার মর্মান্তিক সড়ক দূর্ঘটনার  বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২৭) এবং তৌফিকের বন্ধু আহাদ আলীর ছেলে রনি (২৭)। এদের তিনজনের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলায়।

ওসি জানান, মোটরসাইকেল আরোহীরা পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন। এসময় পত্নীতলা ব্রাক অফিসের সামনে একটি ট্রাক সামনের দিক থেকে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন মোটরসাইকেল আরোহীরা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যায় চালক-হেলপার। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।