• Wednesday, January 15, 2025

নওগাঁয় ২০১৭-২০১৮ অর্থবছরে এলজিইডি’র ৫১৫টি স্কীম বাস্তবায়ন

  • Sep 20, 2018

Share With

নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরে মোট ১৫টি প্রকল্পের অধীনে ৫১৪টি স্কীম বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এসব স্কীমের মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৪১৯ কোটি ৪৪ লাখ টাকা। বিগত অর্থ বছরের অসমাপ্ত কাজগুলো বর্তমান অর্থ বছরেও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন মিয়া বলেছেন, বিগত ২০১৭-২০১৮ অর্থ বছরে নওগাঁ জেলায় গৃহীত প্রকল্পের সকল স্কীমের কাজ মোটামুটি সম্পন্ন হওয়ার পথে।
এলজিইডি সূত্রে প্রাপ্ত প্রকল্প সমূহের স্কীমের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি (জিওবিএম) প্রকল্পের আওতায় মোট ১২৯টি স্কীমের মোট বরাদ্দের পরিমাণ ৫২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা।

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২(আরআইআরডিপি-২) প্রকল্পের আওতায় মোট ১২৭টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৫৭ কোটি ৫০ লাখ টাকা।
বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ) শীর্ষক প্রকল্পের আওতায় (জিআরডিআইআরডিপি) ১৪১টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৯২ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা।

নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের (আইআরআরপিডিইউপি) আওতায় ৮টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ২১ কোটি ১৮ লাখ টাকা।
উপজেলা ও ইউনিয়ন সড়কে বৃহৎ সেতু নির্মাণ প্রকল্পের (এলবিসি) আওতায় ১টি স্কীমে মোট বরাদ্দের পরিমাণ ৯২ লাখ ৮১ হাজার টাকা।

অংশগ্রহণমুলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প উন্নয়ন (পিএসএসডব্লিউ) প্রকল্পের আওতায় মোট ৮টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ২ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা।
সেচ অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচি ( আইডব্লিউআরএম) প্রকল্পের আওতায় ৭টি স্কীমের মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৬৬ লাখ ২৮ হাজার টাকা।
ভুমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্প (সিএইচএলইউএমপি)-এর আওতায় মোট ৫টি স্কীমে মোট বরাদ্দের পরিমাণ ৫৫ লাখ ১২ হাজার টাকা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিমাণ (ইউএমসি) প্রকল্পের আওতায় ৮টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ১১ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক (সিআইবিআরআর) প্রকল্পের আওতায় ৪টি স্কীমে, মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৮৩ কোটি ৬১ লাখ ২৩ হাজার টাকা।

রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ ব্যতীত) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁ অংশে ৫০টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৭৬ কোটি ৩১ লাখ ১৪ হাজার টাকা।
সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ২০টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৯ কোটি ৬ লঅখ ৬৮ হাজার টাকা।
নওগাঁ পিটিআই-এর এক্সটেনশন ও রিনোভেশন প্রকল্পের ১টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৩৮ লাখ ৪১ হাজার টাকা।

উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ৩টি স্কীমে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৯ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২টি স্কীমে মোট বরাদ্দের পরিমাণ ৮৭ লঅখ ৭৯ হাজার টাকা।

জেলা প্রশাকস মো. জানুর রহমান বলেছেন, বর্তমান সরকার সারাদেশে সমঅধিকারের ভিত্তিতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত করছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলায় বিভিন্ন বিভাগের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।-সিল্কসিটি নিউজ