• Friday, January 24, 2025

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা

  • Oct 30, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার পূর্বে নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে এ ফলাফল ঘোষণা করেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র বিদায়ী শিক্ষক মো. খাইরুল ইসলাম, সিনিয়র শিক্ষক সমিত চট্টোপাধ্যায়, নিলুফা ইয়াসমিন, মুনিরুজ্জামান টিয়া, রেবেকা সুলতানা, তনুশ্রী রানী, নাসরিন খাতুন, মো. গোলাম আজম, মাহিদুর রহমান প্রমুখ।

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এ টেস্ট পরীক্ষার ফলাফল প্রমান করে তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করছ। মূল পরীক্ষার এখনও সময় আছে। এ সময়ের মধ্যে আরো বেশি লেখাপড়ায় মনোযোগী হবে এটাই আমি চাই। স্কুলের সকল শিক্ষক তোমাদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান সকল শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন।

এবারের এসএসসি পরীক্ষায় টাউন হাইস্কুল থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।