• Friday, January 24, 2025

নাচোলের মইনুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

  • Sep 25, 2018

Share With

স্টাফ রিপোর্টার : নাচোলের আলহাজ্ব মইনুল ইসলাম জেলায় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।  গত সোমবার জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০১৮ বাছাইয়ে চাঁপাইনবকাবগঞ্জ জেলা কমিটি আলহাজ্ব মইনুল ইসলামকে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বচিত করেন।

এ-ছাড়াও তিনি ১২ সেপ্টেম্বর নাচোল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। মইনুল ইসলাম নাচোল (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।