• Saturday, December 21, 2024

নাচোলে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • May 08, 2020

Share With
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার নেজামপুর কাঠালিয়া পাড়ার মৃত দবির উদ্দি দবু’র ছেলে  সেলিম রেজা(২৬) । নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেজামপুর মাদ্রাসার পাড়ার মসজিদে নামাজ পড়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে দারোগা সোহেল রানা তাকে আটক করে। পুলিশ জানায়, ধৃত সেলিম রেজার বিরুদ্ধে গত মাসে নাচোল থানায় একটি ধর্ষনের মামলা হয়েছে। নাচোল থানার মামলা নং ৭।  ধৃত আসামীকে  আজ শৃক্রবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।