• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • Sep 28, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। পরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাচোল পৌর এলাকার হাজীডাঙ্গা মহল্লার নাচোল-আমনুরা সড়কের পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবনটি নির্মিত হচ্ছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্য ৪ টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও নাচোলে ছিল না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক আহসানুল কবির।

নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সামাদ, বিভাগীয় উপ প্রকৌশলী জাহিদুল হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম প্রমুখ।