• Saturday, December 21, 2024

নাচোলে মদ ও গাঁজাসহ ২ জন আটক

  • Sep 23, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩০ লিটার চোলাইমদ ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে পুলিশের একটি টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন. উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর শাহানাপাড়ার রইচ উদ্দিনের ছেলে রহমতুল্লা (৩৫) কে তার বাড়ি থেকে ৩০লিটার দেশীয় চোলাইমদ ও নাচোল পৌর এলাকার পন্ডিতপুর মহল্লার বাদল সিং এর ছেলে ভবেশ সিং (৪৫) কে তার বাড়ির পাস থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। নাচোল থানার ওসি তদন্ত শামিম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।