নাটোরে কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে বিতর্ক উৎসব অনুষ্ঠিত
- Sep 27, 2018
‘তর্ক নয়, যুক্তিই হোক মুক্তির হাতিয়ার’ শীর্ষক শ্লোগান নিয়ে নাটোরের গুরুদাসপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ সেপ্টেম্বর কল্লোল ডিবেটিং ক্লাব ‘শিক্ষা ক্ষেত্রে অধিক বিনিয়োগই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে’ ওই প্রতিযোগিতার আয়োজন করে।
দিনব্যাপী চলা ওই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন গুরুদাসপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষাথী আব্দুল্লা আল মুইন এবং সেরা প্রতিষ্ঠান উপজেলার হাঁসমারী মডেল উচ্চ বিদ্যালয়।
বিলচলন শহীদ সামসুজোহা সরকারি কলেজের ‘অধ্যাপক আব্দুল কুদ্দুস’ ভবনের সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার সাতটি উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বির্তক উৎসবে বিচারকের দায়িত পালন পালন করেন প্রফেসর আবুল কাশেম, সহকারী অধ্যাপক রুহুল করিম আব্বাসী, প্রভাষক মাজেম আলী, প্রভাষক রাশিদুল ইসলাম, প্রভাষক নুরুন্নবী বিরু ও প্রভাষক জহুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য আসিফ আব্দুল্লাহ বিন শোভন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিল্টন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রভাষক সেবক কুমার কুন্ডু। আজ বৃহস্পতিবার একইভাবে বড়াইগ্রাম উপজেলাতেও এই বিতর্ক উৎসব অনুষ্ঠত হবে।