• Saturday, December 21, 2024

নাটোরের বাসুদেবপুরে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী নিহত

  • Oct 15, 2018

Share With

নাটোরের বাসুদেবপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেলে ৫টার দিকে বাসুদেবপুর রেল ক্রসিংয়ে এই দুঘর্টনাটি ঘটে।

রেল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ওই চালক মোটর সাইকেল চালিয়ে বাসুদেবপুর বাজার রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দিয়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের অভিযোগ বাসুদেবপুর রেল স্টেশন সংলগ্ন বাসুদেবপুর-তেলকুপি গ্রামীণ সড়কে রেলক্রসিং থাকলেও কোন পাহারাদার ছিলনা। বেশ কিছুদিন ধরে রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ট্রেনের ধাক্কায় একজন মোটর সাইকেল আরোহীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান,বাসুদেবপুর রেল স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় রেল ক্রসিংয়ে কোন পাহারাদার নেই। তবে রেল ক্রসিংয়ে পথচারীদের সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়ে রেল ক্রসিং বরাবরা সর্তক বার্তা সম্বলিত সাইনবোর্ড টানানো রয়েছে।