• Friday, January 24, 2025

নাটোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

  • Oct 14, 2018

Share With

নাটোর সদর উপজেলার বারোঘড়িয়া এলাকায় চালককে হত্যা করে ইজি বাইক ছিনিয়ে নিয়ে গেছে দুবৃত্তরা। রোববার সকালে তার হাত-পা বাধা লাশ সদর উপজেলার বারোঘড়িয়া গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল খালেকের ছেলে ইউসুফ আলী সন্ধ্যায় তার ইজি বাইকে যাত্রী নিয়ে নাটোর শহর থেকে নলডাঙ্গা যাওয়ার সময় নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আজ রোববার সকালে সদর উপজেলার বারঘড়িয়া এলাকার একটি ধান ক্ষেতে ইউসুফের হাত বাধা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তবে ইজি বাইকের সন্ধান পাওয়া যায়নি।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।