• Monday, December 30, 2024

নাটোরে ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু

  • Oct 09, 2018

Share With

আ্লোকিত ডেস্ক :  নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রঞ্জু মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সোমবার বিকেলে সে নলডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচে দিয়ে পার হওয়ার সময় ট্রেন চলতে তাকলে সে আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মৃত রঞ্জুর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, সোমবার বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল নলডাঙ্গা স্টেশনে এসে দাঁড়ায়। এসময় রঞ্জু স্টেশনের প্লাটফরমে দাঁড়িয়ে ছিল। ট্রেনটি স্টেশনে ছেড়ে দেওয়ার পুর্ব মহুর্তে রঞ্জু ট্রেনের নিচে দিয়ে লাইন পার হচ্ছিল। এসময় ট্রেনটি ছেড়ে দিলে রঞ্জু ট্রেনে কাটা পড়ে। তার ডান পা ও বাম পায়ের আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

স্থানীয়রা জানায়,রঞ্জু একজন মানসিক প্রতিবন্ধী। সে দীর্ঘদিন ধরে নলডাঙ্গা নওপাড়া গ্রামে তার এক আত্মীয়র বাড়িতে থাকতেন।