• Friday, January 24, 2025

নাটোর উৎসব এক সম্প্রীতির বন্ধন- প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

  • Feb 01, 2019

Share With

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির আয়োজনে ‘নাটোর উৎসব-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে শুক্রবার সকাল ৯টায় দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের এমপি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, নাটোর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি,  বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাটোর উৎসব এক সম্প্রীতির বন্ধন।  নাগরিক জীবনের একঘেয়ে আর অবসাদ দূর করতে জীবনের নবপ্রাণের সঞ্চার ঘটাতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে এই উৎসব। এ উৎসবের সার্বিক সহযোগিতা করেছেন দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

আলোচনা, স্মৃৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।