• Friday, January 24, 2025

নাটোর-৩ আসনে মনোনয়ন পেলেন ‘জুনাইদ আহমেদ পলক’

  • Nov 25, 2018

Share With

নাটোর-৩ (সিংড়া) আসনে তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেলেন সিংড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এদিকে প্রতিমন্ত্রী পলকের তৃতীয় বারের মতো মনোনয়নে সিংড়া উপজেলায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ফেইসবুক জুড়ে অভিনন্দনের ঝড় উঠে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন দানের জন্য প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সিংড়ার সর্বস্তরের জনগণের প্রতি।