নাহিদ রানা ক্লান্ত কি না, তার ওপর নির্ভর করে বিশ্রাম
- Jan 11, 2025
মাসখানেক পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। নিজেদের ফিট রাখা ও চোট সারিয়ে সেরা দল নিয়ে আসর শুরু করাটাই সেখানে মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ দলকেও যেতে হচ্ছে সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। তাই চলমান বিপিএলেও ভাবনায় ক্রিকেটারদের ফিটনেস ইস্যু।
বর্তমানে বাংলাদেশ দলের সেরা পেসারদের একজন নাহিদ রানা। গতিতে যিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। গতিতে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানিচুবানি খাওয়াতে পারেন তিনি। যে কারণে চলমান বিপিএলেও আলাদাভাবে নির্বাচকদের নজরে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে হয়তো চ্যাম্পিয়নস ট্রফির দলেও থাকবেন এই পেসার।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী নাহিদ রানা। রংপুরকে ৬ ম্যাচের ৬টিতেই জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছেন নাহিদ। তবে এ নিয়েও অনেকে রংপুরের দিকে আঙুল তুলছেন। কেন, নাহিদকে বিশ্রাম দেওয়া হচ্ছে না। যা নিয়েই এবার কথা বলেছেন দলটির কোচ মিকি আর্থার।
শনিবার সিলেটে নাহিদ রানাকে বিশ্রাম দেওয়ার প্রশ্নে আর্থার বলেন, ‘আমরা দেখবো তার কী অবস্থা। খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ও খেলানোর মধ্যে একটা ভারসাম্যের জায়গা আছে। বেশি বল করানো বা কম বল করানোর মধ্যেও। মাত্র ২৪টা বল করতে হয় ম্যাচে, আমরা দেখবো এটা এসব কীভাবে যায়। আমরা যদি তাকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাই, তাহলে দেবো। ’