• Saturday, December 21, 2024

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভা

  • Sep 10, 2018

Share With

‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচোনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ. পরিচালক, বিআরটিএ পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ, সুধী সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনায় বক্তাগণ নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নাগরিক চালকের দায়িত্ব ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট উত্তম চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকল শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।