• Thursday, November 21, 2024

নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

  • Sep 14, 2024

Share With

নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়।

শনিবার রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ৱআলোচনা সভায় উপদেষ্টা সাখাওয়াত এসব কথা বলেন।

এই নির্বাচন বিশেষজ্ঞ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়।’

পুলিশকে দানব বানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘৭.৬২ এমএম রাইফেল সংক্রান্ত বক্তব্য নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তদন্ত করবো বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না।

‘পুলিশের হাতে এমন অস্ত্র কারা দিয়েছে সেটা তদন্ত করা দরকার। আমি তদন্ত করতে বলেছি- কেন দেয়া হলো। উৎস জানি না তা বলিনি।

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এম সাখাওয়াত হোসেন ১২ আগস্ট সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার (গুলি) কম লাগছে তাদের।

‘সিভিলিয়ান পোশাকে ৭.৬২ এমএম রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা। কাদের হাতে ৭.৬২ এমএম রাইফেল গেল। চিকিৎসকরা দেখালেন ৭.৬২ বুলেট। এটা খুবই উদ্বেগজনক।’

ওই দিন তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের হাতে ৭.৬২ এমএম রাইফেল আছে সেটা মেনে নিলাম। কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে, এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি। যে অস্ত্র সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়, যে অস্ত্র পুলিশ-র‍্যাবকে অথরাইজড করা হয়েছিল, সেই অস্ত্র কীভাবে বাইরে গেলো। আমি এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা দেখিনি।’

সূত্র: এনটিভি