• Friday, January 24, 2025

নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মতবিনিময় সভা

  • Dec 07, 2018

Share With

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও শিবগঞ্জ উপজেলা যুবলীগ।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে জাতীয় নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বৃহষ্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে নির্বাচন উপলক্ষে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলামের সভাতিত্বে এতে উপস্থিত ছিলেন, আওয়ামীরীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, বিনোদপুর মাদ্রাসার সুপার মো. ফারুক হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুসহ যুবলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।