• Saturday, December 21, 2024

নির্বাচনে যে কেউ অনিয়ম করলেই ব্যবস্থা : ইসি কবিতা খানম

  • Mar 07, 2019

Share With

নির্বাচনে কেউ অনিয়ম করলে ব্যবস্থা নিতে কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।  আজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনের আগে উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ কথা বলেন তিনি।

ইসি কবিতা খানম বলেন, ‘নির্বাচনে যে কেউ অনিয়ম করলেই ব্যবস্থা, এতে কোনো কার্পণ্য করা হবে না।’

প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করছে বলে এ সময় উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থী আ ন ম আফজাল হোসেন।

স্বতন্ত্র প্রার্থীর মুখে প্রশাসনের এমন প্রশংসা শুনে নির্বাচন কমিশনার বলেন, ‘প্রশাসন ও পুলিশের সুনাম যখন স্বতন্ত্র একজন প্রার্থী করছে, তখন বলব সত্যিই পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করছে। এটা আমার উপজেলা, এখানে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থাকবে। কিন্তু তা যেন প্রতিহিংসায় পর্যবেসিত না হয়।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহবুবুর রহমান, ইউএনও গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রকিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শামিনুর আলম প্রামাণিক, ওসি জাকিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদসহ অনেকেই।