• Saturday, December 21, 2024

নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিমিয়

  • Dec 22, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় ও নির্বাচনকালীন সময়ে জেলায় সম্ভাব্য প্রস্তুতি বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ.জেড.এম নূরুল হক।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মী।

মতবিনিময়কালে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনকালীন সময়ে সুস্থ পরিবেশ রাখা, মাদক ব্যবসায়ী ও মাদকের মূল হোতা, বৈধ অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত এলাকায় নজরদারী বাড়ানো, প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া এবং সকল মিডিয়াকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ.জেড.এম নূরুল হক।