• Friday, December 27, 2024

নির্বাচন কমিশনার হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ

  • Nov 21, 2024

Share With
মাহবুবুল ইসলাম ইমন :
বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)’।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নব-নিযুক্ত নির্বাচন কমিশনার ‘ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ’ বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে কমান্ড, স্টাফ, নির্দেশনা, গোয়েন্দা এবং কূটনৈতিকসহ বিভিন্ন সামরিক দায়িত্ব পালন করেন। সাহসী, পেশাদার, একাডেমিক কৃতিত্বে তিনি সুপরিচিত।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নাচোল কলেজের ছাত্র ছিলেন। তিনি গুণী পরিবারের সদস্য। তাঁর বড় ভাই ‘আপেল আব্দুল্লাহ’ একজন খ্যাতিমান কবি-লেখক ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব।