• Friday, January 24, 2025

নির্বাচন নিয়ে অনলাইনে অপপ্রচার হলে ব্যবস্থা: ইসি সচিব

  • Nov 26, 2018

Share With

আলোকিত ডেস্ক: ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে অপপ্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার এ কথা জানিয়েছেন।

ইভিএমে কোন কোন আসনে ভোট নেওয়া হবে, তা নির্ধারণ করতে আয়োজিত লটারি অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটর করা হবে। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়টি মনিটরিং করবে। তারা সময়-সময় ইসিকে অবহিত করবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের যেসব প্রচার হচ্ছে, সেগুলো ইসির নির্ধারিত আচরণবিধির আওতায় পড়ে না। তবে নির্বাচন বানচালের মতো প্রচার চালালে দেশের বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো