• Friday, January 24, 2025

নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটির সদস্য হলেন কোহেলী কুদ্দুস মুক্তি

  • Oct 30, 2018

Share With

আলোকিত ডেস্ক:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ‘জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন যুব মহিলা লীগের সহ-সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনার উপ-কমিটির মূল দায়িত্বে আছেন সাবেক রাষ্ট্রদূত গওহর রিজভী। সদস্য সচিবের দায়িত্বে আছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

কোহেলী কুদ্দুস মুক্তির জন্ম ১৯৭৪ সালের ৭ সেপ্টেম্বর, নাটোরের গুরুদাসপুর উপজেলার রাজনৈতিক একটি পরিবারে। বাবা বঙ্গবন্ধুর সহযোদ্ধা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস।

কোহেলী কুদ্দুস মুক্তি রাজশাহী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ার সময় কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-সম্পাদক ছিলেন। পরবর্তীতে বাহাদুর ব্যাপারী ও অজয় কর খোকনের কমিটিতে ছাত্রলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন।

সমাজকর্ম নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে এলএলবি ও এলএলএম ডিগ্রি নেন। বর্তমানে তিনি আইন পেশায় জড়িত।