• Saturday, December 21, 2024

নিয়োগ হচ্ছে আরো ৫০ হাজার পুলিশ

  • Oct 16, 2018

Share With

 বর্তমান সরকারের আমলে গত ৯ বছরে নতুন ১০টি ইউনিট যুক্ত হয়েছে। এ সময়ের মধ্যে পুলিশে জনবল বেড়েছে ৭৫ হাজার। আরো ৫০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ইউনিটগুলো হলো। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হাইওয়ে পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্স ব্যাটালিয়ন (এসপিবিন), নৌ পুলিশ, শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট, এন্টি টেররিজম ইউনিট। সাইবার সিকিউরিটি ইউনিট নামে আরো একটি ইউনিট ইতিমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন হয়ে গেজেটের অপেক্ষায় আছে।

জানা গেছে, পুলিশ বাহিনীতে ৫০ হাজার জনবল নিয়োগের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পুলিশের বিভিন্ন পদে প্রায় ৩৩ হাজার পদ সৃষ্টির কাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পুলিশের ৫০ হাজার জনবলের মধ্যে প্রথম ধাপে ৪ হাজার ৭৭৮টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ক্যাডার পদে ১৫৬ এবং নন ক্যাডার পদে ৬৬৪ (ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট)। বাকি পদগুলো আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা রেঞ্জের জন্য সৃষ্টি করা হয়েছে।

সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকেই শুরু হয় পুলিশকে ঢেলে সাজানো। হাজারো সমস্যা জর্জরিত পুলিশ বাহিনীকে বদলে ফেলার লক্ষ্যে সরকার কাজ শুরু করে। আবাসন, যাতায়াত সমস্যা সমাধান করার পাশপাশি সব ধরনের লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়। ওই সময় পুলিশের জনবল ছিল ১ লাখ ২৪ হাজার বর্তমানে এ জনবল ১ লাখ ৯৯ হাজার ৩শ’৬৪ জন। অর্থাৎ ৯ বছরে প্রায় ৭৫ হাজার জনবল বেড়েছে।

সবচেয়ে বেশি নিয়োগ হবে রংপুরে মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৩৭০ জন। দ্বিতীয় ধাপে ৯ হাজার ৯০৬ পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ক্যাডার পদ ১২৯ এবং নন ক্যাডার পদ ১ হাজার ৮৭২টি। ঢাকা মেট্রোপলিটনে ৭ হাজার ১৫১টি পদ, যার ক্যাডার পদ ৮৯, নন ক্যাডার ১ হাজার ৩৩০ এবং অন্যান্য পদে ৫ হাজার ৭৩২। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্যাডার পদে ১৮, নন ক্যাডার ২৫৫ এবং অন্যান্য পদে ১ হাজার ২১। বরিশাল মেট্রোপলিটনে ক্যাডার পদে ১৩, নন ক্যাডার ১৮৬ এবং অন্যান্য পদে ৫০৫। সিলেট মেট্রোপলিটন পুলিশে ক্যাডার পদে ৯, নন ক্যাডার ১০১ এবং অন্যান্য পদে ৫৫০ জন।

এছাড়াও পুলিশের ৫০ হাজার জনবলের পদ সৃষ্টি করলে ৭৫০টি বিসিএস ক্যাডার, অতিরিক্ত আইজি ১১, ডিআইজি ২৮, অতিরিক্ত ডিআইজি ৪৫, পুলিশ সুপার (এসপি) ১৮২, অতিরিক্ত এসপি ৩৫১ ও এএসপি ১৩৩টি নতুন পদ হবে। এ ছাড়া ইন্সপেক্টর ২ হাজার ৯৮৫, এসআই ৯ হাজার ১৭৭, সার্জেন্ট ৩৬৫, নিরস্ত্র এএসআই ৮ হাজার ২১২, সশস্ত্র এএসআই ১ হাজার ৭৭১ জন, এএসআই ৪৩৩, নায়েক ৯৭৬, কনস্টেবল ২১ হাজার ৩৪৫ এবং সিভিল কর্মচারী ৩ হাজার ৯৮৬টি পদ সৃষ্টি হবে।