• Thursday, November 21, 2024

নূর হোসেন দিবসে উত্তেজনা: মাঠে নেমেছে ১৯১ প্লাটুন বিজিবি

  • Nov 10, 2024

Share With

নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মাঠে নামার পর উত্তেজনার মধ্যে ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

গত আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর রাজপথে এটাই দলটির প্রথম কর্মসূচি।

ওই কর্মসূচি প্রতিহত করতে শনিবার মধ্যরাতেই ‘ছাত্র-জনতা’ ও ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন একদল মানুষ।

ছাত্রদলের নেতাকর্মীদেরও সেখানে বিক্ষোভ করতে দেখা যায়। সরকারের দিক থেকে আওয়ামী লীগের এ কর্মসূচি পালন করতে না দেওয়ার বিষয়ে বলেছেন ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার সকালেও ঢাকার ধানমন্ডি, এলিফেন্ট রোড, হাতিরপুলসহ বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের মিছিল করতে দেখা গেছে।

রাজধানীর সড়কে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।