• Friday, January 24, 2025

নৌকার প্রার্থীর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আনুষ্ঠানিক প্রচারণা

  • Dec 10, 2018

Share With

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনের নৌকার প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

এ উপলক্ষে সোমবার বিকেলে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩, (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ-২, (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মু.জিয়াউর রহমান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্রচারণা ও করণীয় শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ। সভায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।