• Saturday, December 21, 2024

পণ্যবাহী পরিবহন ধর্মঘটের প্রভাবে সোনামসজিদ বন্দরে বাংলা ট্রাক সংকট

  • Oct 09, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : পণ্যবাহী পরিবহন ধর্মঘটের প্রভাব দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরেও পড়েছে। ধর্মঘটের তৃতীয় দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে বাংলা ট্রাকের সংখ্যা অর্ধেক কমে গেছে। এতে করে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। ভারত থেকে বাংলাদেশের এ বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও কয়েকদিন থেকে পরিবহন শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারনে দিন দিন কমে যাচ্ছে বাংলা ট্রাক।

এ ব্যাপারে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি র্পোট ম্যানেজার মঈনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা শিকার করে জানান, সাধারনত বন্দরে বাংলাদেশি ট্রাক প্রতিদিন আড়াইশ থেকে ৩শ প্রবেশ করলেও ধর্মঘটের কারনে মঙ্গলবার মাত্র ১শ ২০ টি বাংলাট্রাক প্রবেশ করেছে।এতে করে লোড আনলোড ব্যহত হচ্ছে। বন্দরে পণ্যযটের সৃষ্টি হচ্ছে।