• Saturday, December 21, 2024

পুষ্টি সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Apr 21, 2019

Share With

আগামী ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. পাপিয়া সুলতানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামশুন নাহার।

সভায় জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসুচি এবং মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।