• Thursday, November 21, 2024

প্রতিমন্ত্রী মর্যাদায় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হলেন প্রফেসর ড. আমিনুল ইসলাম

  • Nov 12, 2024

Share With
প্রতিমন্ত্রী মর্যাদায় অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি), চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ‘প্রফেসর ড. এম আমিনুল ইসলাম’।
রোববার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ড. এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২-২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ২০০৬-২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর উপাচার্য (ভিসি) এর দায়িত্ব পালন করেন।
পদার্থ বিজ্ঞানী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের পৈত্রিক নিবাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (১৯৬৬-১৯৬৯) ও স্নাতকোত্তর (১৯৬৯-১৯৭০)। তিনি কানাডিয়ান কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে এমএস (১৯৭৭-১৯৭৯) ও পিএইচডি ডিগ্রি (১৯৭৯-৮২) অর্জন করেন। পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই দফা পোস্টডক্টরিয়াল ফেলোশিপ লাভ করেন। ১৯৯৯ ও ২০০১ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে ভিজিটিং স্কলার হিসাবে গবেষণা করেন। প্রফেসর আমিনুল ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ১৯৯৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন।