• Friday, January 24, 2025

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন ও বিভিন্ন সম্মাননা প্রাপ্তিতে জেলা ছাত্রলীগের আনন্দমিছিল

  • Sep 27, 2018

Share With

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গা ইস্যুতে তাঁর অনুকরণীয় দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা ও ৭২ তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সেন্টু মার্কের্টের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতা-কর্মী।

পরে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ উৎসব করা হয়।