• Friday, January 24, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের আলোচনা

  • Aug 12, 2024

Share With

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ আগস্ট) বিকাল ৫টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় তাদের বৈঠক শুরু হয়।

বৈঠক থেকে বেরিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘উনারা কেবল বসলেন, মাত্র চার দিন হলো, আমরা দেখতে চাই উনারা (অন্তর্বর্তী সরকার) কীভাবে জাতিকে নিয়ে এগোতে চাচ্ছেন। সমস্যাগুলোর সমাধান কীভাবে করেন। যৌক্তিক সময়ে সমাধান হবে বলে আমরা আশাবাদী।’

তিনি বলেন, ‘আপনারা জানেন জাতির জীবনে একটা টার্নিং পয়েন্ট চলছে। আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম। দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখন করণীয় কী, সেই বিষয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।’

জামায়াত আমিরের ভাষ্য, ‘দেশ আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি সবাইকে সহযোগী করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদের সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা ও সুন্দরের মধ্যে আসবে মনে করি।’

তিনি জানান, বৈঠকে যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি ও সুস্থতা কামনা করেছি। দেশের বিভিন্ন ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করেছি।’

প্রসঙ্গত, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী ও দলটির সহযোগী সংগঠন ছাত্রশিবিরকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী সংগঠন হিসেবে ‘নিষিদ্ধ’ করে। এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে কোনও তথ্য আসেনি।

সরকারের একজন উপদেষ্টা সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখবে।

সূত্র: বাংলা ট্রিবিউন