• Friday, January 24, 2025

প্রাইভেট পড়ানোর টাকার সোনার মালা বিক্রি করে মেয়রের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ

  • May 07, 2020

Share With

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিয়েছেন ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ।
বৃহস্পতিবার নগর ভবনে মেয়রের কাছে অনুদানের অর্থ তুলে দেন তিনি। ছাত্রজীবনে প্রাইভেট পড়ানোর টাকার সোনার মালা বিক্রি করে এই অনুদান দিয়েছেন তিনি।

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।