• Saturday, December 21, 2024

প্রান্তিক কৃষকের সাথে মতবিনিময় করলেন বিএমডিএ চেয়ারম্যান

  • Oct 31, 2024

Share With

বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষক ও সেচযন্ত্র পরিচালনা বিষয়ে উপকার ভোগীগণের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এর আয়োজনে বিএমডিএ আমনুরা জোনাল গোডাউন ক্যাম্পাসএ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক সময় এই বরেন্দ্র এলাকার মানুষের জীবন অনেক কষ্টের ছিল, পানির জন্য তাদের কে সব সময় যুদ্ধো করতে হত। পানির অভাবে বরেন্দ্র এলাকায় একটা ফসল ভালো ভাবে করতে পারতোনা। তাদের খাবারের পানির জন্য কষ্ট করতে হয়েছে।

কিন্তু এখন দেখেন এই বরেন্দ্র যে পরিবর্তন হয়েছে তা ভাবা যায় না । এখন আপনারা এক ফসল এর পরিবর্তে তিন ফসল ফলাতে পারছেন কেউ কেউ চার ফসলও আবাদ করছে। এটা সম্ভব আমাদের সকলের প্রচেষ্টার ফলে। এখন আর সেই আগের বরেন্দ্র এলাকা নাই, বরেন্দ্র অঞ্চল এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে।

এই বরেন্দ্র অঞ্চলের মাটিতে এখন সব রকমের ফসল করা সম্ভব, তাই আমাদের এখন যে ফসল গুলোতে কম পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা যাবে এমন ফসলের দিকে এগুতে হবে। এখন বিভিন্ন ধরনের রবি শস্য আছে যে সকল শস্য উৎপাদনে পানির খরচ কমবে এবং কৃষকরা বেশি লাভ করতে পারবে। তাই সামনের দিনে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো আব্দুর রশীদ, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো:মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী এ.এস.এস দেলোয়ার হোসেনসহ অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগা জেলার ০৯টি উপজেলার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, কৃষক ও গনকু অপারেটর সহ মোট ১৮০ জন উপস্থিত ছিলেন মত বিনিময় সভায়।