• Saturday, December 21, 2024

প্রার্থীদের প্রতীক চূড়ান্ত, চাঁ.নবাবগঞ্জ সদরের স্বতন্ত্র প্রার্থী বুলবুল পেলেন আপেল প্রতীক

  • Dec 10, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটানিং অফিসার এ জেড এম নুরুল হক জানান, জেলার ৩টি আসনে একটি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পছন্দমত তারা প্রতীক বাছাই করে নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন আপেল প্রতীক।

এছাড়াও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন শিমুল নৌকা, বিএনপি মনোনীন প্রার্থী শাহজাহান ধানের শীষ, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মনিরুল ইসলাম হাত পাখা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মু. জিয়াউর রহমান নৌকা, বিএনপি মনোনীত আমিনুল ইসলাম ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল হাতপাখা পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ নৌকা, বিএনপির হারুনুর রশিদ ধানের শীষ, বিএনএফ এর কামরুজ্জামান খান টেলিভিশন ও জাকের পার্টির বাবলু হোসেন গোলাপ ফুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের হাতপাখা পেয়েছেন।