• Saturday, December 21, 2024

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: কমছে ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান

  • Nov 06, 2024

Share With
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ভোটে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার আভাস মিলেছে। কারণ, এরই মধ্যে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এপির লাইভ আপডেটে বলা হয়েছে, ১৯২ ইলেকটোরাল ভোট পেতে চলেছেন কমলা এবং ট্রাম্পের ঝুলিতে জমেছে ২৩০।
অন্যদিকে বিবিসির লাইভ আপডেট অনুসারে, কমলা পেয়েছেন ১৬৫ ইলেকটোরাল কলেজ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৩০ ভোট।
আবার সিএনএন-এর প্রতিবেদনে কমলা পেয়েছেন ১৬৫ ইলেকটোরাল কলেজ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২২৭ ভোট। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা পেয়েছেন ২০৪ এবং ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেকটোরাল কলেজ ভোট। বিভিন্ন প্রতিবেদনের আপটেড দেখে বোঝা যাচ্ছে, ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন কমলা। তবে ফলাফল এখনও অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রের যে ছয়টি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেগুলোর তিনটি হল জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া। এই তিনটি অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মিশিগানে কমালা হ্যারিসের পাল্লা ভারী।
যদিও সেখানে এখন পর্যন্ত ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এ ছাড়া, অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে আছেন কমলা।তবে এখনো ছয় দোদুল্যমান বা অঙ্গরাজ্যের (সুইং স্টেট) ফলাফল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয় সম্পর্কে জানিয়েছে এপি।এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালে যখন লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, তখন অনলাইনে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে নির্বাচনী কর্মকর্তারা দ্রুততার সঙ্গে কিছু অভিযোগ নাকচ করে দিয়েছেন। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পেরও একটি অভিযোগ রয়েছে।একইসঙ্গে কিছু যৌক্তিক সমস্যার ভুল ব্যাখ্যার বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচনী কর্মকর্তারা। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে বলেছেন, ‘ব্যাপক জালিয়াতির’ কারণে ফিলাডেলফিয়ায় ‘আইনশৃঙ্খলা বাহিনী আসছে’। তবে তিনি এ অভিযোগের বিস্তারিত তথ্য-প্রমাণ দেননি।
লফিয়া পুলিশ বিভাগ বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না। ট্রাম্প আরো দাবি করেছেন, ডেট্রয়েটে ‘অনেক আইনশৃঙ্খলা বাহিনী’ মোতায়েন করা হয়েছে। কিন্তু সেখানকার পুলিশ বিবিসিকে জানিয়েছে, ‘সম্প্রতি আমাদের জনবল বাড়ানোর কোনো ঘটনা ঘটেনি।’
সূত্র: বিবিসি, এপি, সিএনএন