• Saturday, December 21, 2024

প্রয়াত নেতৃবৃন্দের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ইফতার

  • May 21, 2019

Share With

প্রয়াত নেতৃবৃন্দের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান, ২০ মে বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নিবেদিতপ্রাণ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রলীগ।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, স্বাচিপ, আওয়ামী আইনজীবী পরিষদ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগের সভাপতি-সাধারণ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রনেতৃবৃন্দ।

এছাড়াও, ইফতার মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে ছাত্রলীগের কয়েকশো নেতা-কর্মী অংশগ্রহণ করে।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।