• Saturday, December 21, 2024

প্রয়াত সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের স্মরণসভা

  • Aug 17, 2019

Share With

সদ্য প্রয়াত দৈনিক কালের কণ্ঠ ও গাজী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণসভাটি সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য, প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাজেদুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংবাদিক আহসান হাবিব, মনোয়ার হোসেন জুয়েল, আব্দুল্লাহ আল নাহিদ, সফিকুল ইসলাম ও ইমতিয়ার ফেরদৌস সুইটের ভাই কৌশিক আহম্মেদ।

সভায় ইমতিয়ার ফেরদৌস সুইটের সাংবাদিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।

উল্লেখ্য, সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইট হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৫ আগস্ট সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।