• Sunday, April 13, 2025

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

  • Apr 08, 2025

Share With
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে শহরের শান্তি মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়।
বিকেলে জামায়াত ও হেফাজতে ইসলাম পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেয়া হয়।