ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
- Mar 21, 2025

ফিলিস্তিনের গাজায় শান্তিচুক্তি লঙ্ঘন করে চালানো গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের শান্তিমোড়ে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের ইহুদীরা শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজার মুসলিমদের ওপর হামলা চালিয়েছে। এতে করে সেখানকার নারী-শিশুসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। আহতরা চিকিৎসা পাচ্ছেন না। অনাহারে দিন কাটছে তাদের। সেখানকার মানুষরা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায়? বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনও কথা বলেনি। আমরা এসবের জবাব চাই।
তারা আরও বলেন, হামাস-ইসরায়েলের মধ্যে যে শান্তিচুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমরা ইসরায়েলের সবধরণের পণ্য বয়কট করবো। অন্যকেও এই কাজে উৎসাহ দিবো। যাতে ইসরাইল আর্থিকভাবে পঙ্গু হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন খান, মুত্তাসিন বিশ্বাস, শিক্ষার্থী তানভির আহমেদ ও মাহফুজ, রামকৃষ্টপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো.সুলতান আলী, আরামবাগ মসজিদের ইমাম মাওলানা মো.জাহিদ।