ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
- Apr 12, 2025

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও চলমান হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে বিচারসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।
এছাড়া ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে, তা বাতিল করা, জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নিদের্শনা দেওয়াসহ বাংলাদেশের সরকারের প্রতিও দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত থেকে এসব দাবি জানানো হয়।
বিকাল ৪টার দিকে গণজমায়েতে উপস্থিত রাজনৈতিক নেতা এবং জনগণের পক্ষ ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচিতে যোগ দিতে লাখো মানুষের ঢল নামে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত পরিণত হয় জনসমুদ্রে।
বিকাল সোয়া ৩টায় গণজমায়েতের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক।
পরে ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক। বিকেল ৪টার দিকে জমায়েতের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
গণজমায়েতে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, মুহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, হেফাজতে ইসলামের মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা মামুনুল হক, ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমাদুল্লাহ, ধর্মীয় বক্তা শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনসিপির হাসনাত আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের নুরুল হক, জাগপার রাশেদ প্রধান, নিরাপদ সড়কের ইলিয়াস কাঞ্চন প্রমুখ।