• Saturday, December 21, 2024

ফুলেল শুভেচ্ছায় শিক্ত নবনির্বাচিত শিবগঞ্জের এমপি ডা. শিমুল

  • Jan 11, 2019

Share With

ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার পথে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার জিরো পয়েন্ট এলাকায় সংসদ সদস্য ডা. শিমুলকে ফুলেল মালা ও তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, দুলর্ভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সম্পাদক আসিফ আহসান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা জানান।

শিবগঞ্জ উপজেলার মনাকষায় নিজ বাসভবনের পাশে এমপি শিমুলের মা-বাবার কবর জিয়ারত করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  সংক্ষিপ্ত বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।