ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চাঁপাইনবাবগঞ্জের নারী এমপি ফেরদৌসী ইসলাম জেসি
- Mar 01, 2019
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি।
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিক, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রয়াত আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সুযোগ্য কন্যা ফেরদৌসী ইসলাম জেসি (এমপি) আজ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গেট সংলগ্ন এলাকায় (দায়িয়াপুর-বালিয়াঘাট্টা) এসে পৌছালে সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি বলেন, আমি বাচ্চু ডাক্তারের মেয়ে, আমার বাবা সৎ ছিলেন, বাবার সুনাম নষ্ট হয় এমন কোন কাজ আমি করব না। আমি কোন দূনীতি করি না, কাউকে প্রশয়ও দিব না। কোন অন্যায় আমার দ্বারা হবে না, কোন অন্যায় কেউ করতে পারবে না।
এ সময় বক্তব্য রাখেন, প্রয়াত মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের আরেক সুযোগ্য সন্তান মেসবাহুল শাকের জ্যোতি।
পরে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমপি ফেরদৌসী ইসলাম জেসি।
এই সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।