• Tuesday, March 11, 2025

বই ছাপা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে শতভাগ বিতরণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • Mar 10, 2025

Share With

পাঠ্যপুস্তক নিয়ে সংকট মার্চের মধ্যে কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের পাচার করা অর্থ নিয়েও কথা বলেন তিনি।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময়য় পাচার করা টাকা প্রসঙ্গেও কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। ইতোমধ্যে ৯৭ ভাগ বই ছাপা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ বই ছাপানো ও বিতরণ সম্ভব হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তক নিয়ে সংকট মার্চের মধ্যে কেটে যাবে। এবার শতভাগ বই দেশে ছাপা হচ্ছে। আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজ আগামীকাল থেকেই শুরু হচ্ছে।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

পাচার করা টাকা প্রসঙ্গে তিনি বলেছেন, পাচার করা টাকা কীভাবে আনা যায়, সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন খুব শিগগিরই করা হবে। আগামী সপ্তাহের মধ্যে আপনার এই আইনটা দেখবেন।

প্রেস সচিব বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকে বলে আসছেন যে, এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।

শফিকুল আলম বলেন, টাকাটা ফেরত আনার প্রচেষ্টা কত দূর, সেটার ওপর আজ একটা বড় মিটিং হয়। মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। সেই মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।