• Friday, April 4, 2025

বগি লাইনচ্যুত: ৪ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল শুরু

  • Jan 13, 2025

Share With

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে লাইনচ্যুত তিতুমীর এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। এতে চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয় বলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকাল ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

“উদ্ধার কাজ শেষে বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি আবার পার্বতিপুরের উদ্যেশে ছেড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়।”

দুর্ঘটনার কারণে সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকা পড়ে।

উদ্ধার কাজ শেষ হওয়ার পর তিন থেকে চার ঘণ্টা বিলম্বে সব ট্রেন চলাচল শুরু করে বলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানিয়েছেন।