• Saturday, December 21, 2024

বঙ্গবন্ধুর আলোকচিত্র নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • Oct 29, 2018

Share With

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ আলোকচিত্র সংবলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলার স্বাধীনতা’ শীর্ষক বইয়ে জাতির পিতার ৩৬৪টি দুর্লভ আলোকচিত্র রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর আলোকচিত্র সংবলিত বইটি প্রকাশ করা হয়। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ১৩তম এয়ার ন্যাভিগেশন সম্মেলনে পাওয়া ‘আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট’ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এছাড়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন পিপিপি প্রদত্ত ‘পিপিপি অ্যাওয়ার্ড- ২০১৮’ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।