বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দলের জয়
- Sep 24, 2018
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দল বনাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দল।
খেলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দল ৭-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দলকে পরাজিত করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শিরোপা অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে টফি তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও বিজয়ী ক্যাপ্টেন।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহরুল হক, নির্বাহী অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলম খান পিপিএম,
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, মো. মোখলেসুর রহমান, মাওলানা সোহরাব আলী, কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান প্রমূখ।
শেষে বিজয়ী/বিজিত ও প্রত্যেক খেলোয়াড়, রেফারিদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় মাঠে দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।