• Friday, January 24, 2025

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে একলাখ তরুণের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী পলক

  • Jan 24, 2019

Share With

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক সিটির উন্নয়ন কাজ শতভাগ সম্পন্ন হবে। ইতোমধ্যে এ সিটির ৫০ ভাগ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হলে এখানে একলাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। পাশপাশি ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে।’

বুধবার (২৩ জানুয়ারি) বিকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমানে ৩৫৫ একর জমিতে নির্মিতব্য বঙ্গবন্ধু হাই-টেক সিটিকে আরও বর্ধিত করা হবে। এর ৭ একর জায়গায় টিআর-ফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০ একর জায়গায় টেকনো সিটির দুটো ভবন নির্মাণ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর ছাড়াও যশোরে টিআর-থ্রি মানের ডিজেস্টার রিকোভারি ডাটা সেন্টার নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আমাদের গাজীপুর ও যশোরের দুটো ডাটাবেজই থাকবে; যাতে ব্যাকআপ হিসেবে কিছু জায়গায় ডিস্ট্রিবিউটেড স্টোরেজ হিসেবে রাখতে পারি।’

এর আগে তিনি বিনিয়োগকারীদের জন্য সদ্য চালু হওয়া কমিউটার ট্রেনে চড়ে ঢাকা থেকে প্রায় ৪০ কি.মি. দূরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে আসেন জুনাইদ আহমেদ পলক। পরে বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে হাইটেক সিটির সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-১’ এবং ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-২’ নামে দু’টি ট্রেন প্রতিদিন চারবার ঢাকা থেকে কালিয়াকৈ যাতায়াত করছে। এর মাধ্যমে হাইটেক সিটিতে বিনিয়োগকারী এবং এর কর্মকর্তারা সহজে আসা-যাওয়া করতে পারছেন।

সূত্র : বাংলা ট্রিবিউন