বলিউডের শক্তিমান অভিনেতা কাদের খান আর নেই
- Jan 01, 2019
বেশ কিছুদিন ধরে বলিউড স্বনামধন্য অভিনেতা কাদের খানের মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনকে সত্যি করে পরপারে পাড়ি জমালেন কাদের খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার কানাডার টরেন্টোর একটি হাসপাতালে কাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিটিআইকে কাদের খানের ছেলে সরফরাজ বলেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। কানাডার সময় ৩১ ডিসেম্বর বিকেল ৬টার সময় তার মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বিকেলের দিকে তিনি কোমায় চলে যান।
সরফরাজ আরও বলেন, বাবার সমাধি কানাডাতেই হবে। আমাদের পুরো পরিবার এখানে থাকে তাই আমরা এখানেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া