• Friday, January 24, 2025

বাংলাদেশ দলের ২০১৯ সালের পূর্ণাঙ্গ সূচি

  • Jan 01, 2019

Share With

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০১৯ সালের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। গেল বছরে ক্রিকেটাররা খুব ব্যস্ত থাকলেও নতুন বছরে বসে থাকার সুযোগ নেই। বছরটা শুরু হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল দিয়ে।এছাড়াও রয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।

জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরে ফেব্রুয়ারিতে থাকছে নিউজিল্যান্ডের পূর্ণাঙ্গ সফর।

প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি, ডানেডিন
প্রথম টেস্ট ২৮ ফ্রেব্রুয়ারি-৪ মার্চ, হ্যামিল্টন
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ, ওয়েলিংটন
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ, ক্রাইস্টচার্চ

এপ্রিল বাদ দিয়ে মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রীদেশীয় সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ৭ মে, ডাবলিন
আয়ারল্যান্ড ৯ মে, ডাবলিন
ওয়েস্ট ইন্ডিজ ১৩ মে, ডাবলিন
আয়ারল্যান্ড ১৫ মে, ডাবলিন
ফাইনাল ১৭ মে, ‍ডাবলিন

এই সিরিজ শেষে অর্ধমাসের পর ইংল্যান্ডে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকা ২ জুন, ওভাল
নিউজিল্যান্ড ৫ জুন, ওভাল
ইংল্যান্ড ৮ জুন, কার্ডিফ
শ্রীলঙ্কা ১১ জুন, ব্রিস্টল
ওয়েস্ট ইন্ডিজ ১৭ জুন, টন্টন
অস্ট্রেলিয়া ২০ জুন, ট্রেন্ট ব্রিজ
আফগানিস্তান ২৪ জুন, সাউদাম্পটন
ভারত ২ জুলাই, এজবাস্টন
পাকিস্তান ৫ জুলাই, লর্ডস

বিশ্বকাপের পর এফটিপির সূচি অনুযায়ী অক্টোবরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। একই মাসে একটি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।

নভেম্বরে প্রথমবারের মতো ভারতের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা টাইগারদের। সঙ্গে রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টিও। আর বছরের শেষে ডিসেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন