বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন
- Jan 07, 2025
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া এমন এক সময়ে বিদেশে যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনের দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা অনেকেই ‘আগে সংস্কার পরে নির্বাচনের’ সুর তুলেছেন।
এর আগে, ২০১৭ সালের ১৫ই জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন।
বিএনপি নেতারা অবশ্য বলছেন অতীত ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার কারণে ‘খালেদা জিয়া ফিরবেন কি না কিংবা ফিরতে পারবেন কি না’, এমন নানা আলোচনা ডালপালা মেলেছে, তবে এসব আলোচনার কোনো ভিত্তি নেই বলেই মনে করেন তারা।
সিনিয়র নেতারা অবশ্য বলছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন এবং এর সাথে রাজনীতির আপাতত কোনো ‘সম্পর্ক’ তারা দেখছেন না। বরং তারা মনে করে দীর্ঘদিন পর সন্তানসহ পরিবারের সদস্যদের সান্নিধ্য এবং উন্নত চিকিৎসা- এ দুটি বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ।
দলের অন্যতম সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলছেন সার্বিক পরিস্থিতিতে খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে রাজনৈতিক কোনো উদ্বেগের সুযোগ আছে বলে তিনি মনে করেন না।
“চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরে এসে তিনি বিএনপি ও দেশের নেতৃত্ব দিবেন। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো কিছু নেই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসুন এটাই আমাদের চাওয়া। দেশবাসীর কাছে আমরা এ দোয়াই চাইছি। দীর্ঘ সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমানের সঙ্গে দেখা হবে।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত দশটা নাগাদ ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এয়ারবাস এ-৩১৯ মডেলের বিমানটিতে চিকিৎসা সংক্রান্ত সব কিছু যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস।
বাসস জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, চিকিৎসক দল, কয়েকজন বিএনপি নেতা, ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী থাকবেন।
যুক্তরাজ্যে পৌঁছার পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার কথা রয়েছে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হতে পারে তাকে।
সূত্র: বিবিসি বাংলা, বাসস